মেসি ভক্তদের জন্য বড় দুঃসংবাদ
আকাশ উজ্জমান
প্রকাশিত : ০৩:৩২ পিএম, ১৭ জুলাই ২০২৪ বুধবার
মেসি ভক্তদের জন্য বড় দুঃসংবাদ দিলো ইন্টার মায়ামি। কলম্বিয়ার বিপক্ষে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে পাওয়া চোটে অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে থাকতে হচ্ছে বিশ্বসেরা এই ফুটবলারকে। মেসির ডান পায়ের লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে মার্কিন ক্লাব ইন্টার মায়ামি।
বেশ কিছুদিন ধরেই চোটের সাথে যুদ্ধ করছিলেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। কোপা আমেরিকার গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে মাঠের বাইরে থাকতে হয় লিওকে।
তবে নামটা যে লিওনেল মেসি। হার না মানা এক যোদ্ধার ট্যাগ তো কবেই লেগেছে তার নামের পাশে। হ্যাঁ বেশি দিন মাঠের বাইরে থাকতে পারেননি বিশ্বজয়ী এই তারকা। সব অনিশ্চয়তার দূরে ঠেলে এক ম্যাচ পরেই মাঠে ফেরেন।
ছিলেন ফাইনাল ম্যাচেও। তবে প্রথমার্ধে মারাত্মক ট্যাকেলের শিকার হন লিও। মাঠেই বেশ কিছুক্ষণ চিকিৎসা নিয়ে খেলেন বাকি সময়। দ্বিতীয়ার্ধে মাঠে নামে মেসি। তবে খেলতে পারেনি বেশিক্ষণ। ৬৪ মিনিটে মাঠ ছাড়েন লিও।
শুধুই কি মাঠ ছেড়েছেন? টিভি স্ক্রিনে যেভাবে মেসিকে দেখেছে পুরো বিশ্ব। এমন হতাশ মেসি হননি ২০১৪ সালের বিশ্বকাপ ফাইনাল হেরেও। বোঝা গিয়েছিল হয়ত খারাপ কিছুই হতে চলেছে।
হলো তেমনটাই। আর্জেন্টাইন কিংবদন্তির চোট নিয়ে বিবৃতি প্রকাশ করেছে তার ক্লাব ইন্টার মায়ামি। মেডিকেল পরীক্ষার পর এটা নিশ্চিত হওয়া গেছে লিওনেল মেসি ডান অ্যাঙ্কেলে লিগামেন্টে চোট পেয়েছেন। অধিনায়ককে কবে পাওয়া যাবে, সেটি নির্ভর করছে তাঁর পর্যায়ক্রমিক সেরে ওঠা এবং সেগুলোর মূল্যায়নের ওপর।
তবে মেসির মতো যোদ্ধা খুব দ্রুতই মাঠে ফিরবেন বলে মনে করছেন, মায়ামি কোচ ও মেসি ভক্তরা।
এএইচ