ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫,   মাঘ ২ ১৪৩১

একুশে টেলিভিশনের সাংবাদিক আকবর সুমনের মায়ের ইন্তেকাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৯ এএম, ১৮ জুলাই ২০২৪ বৃহস্পতিবার

ফাইল ছবি: মায়ের সঙ্গে সাংবাদিক আকবর সুমন

ফাইল ছবি: মায়ের সঙ্গে সাংবাদিক আকবর সুমন

একুশে টেলিভিশনের জৈষ্ঠ্য প্রতিবেদক আকবর সুমনের মা হিরন নাহার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 

বুধবার রাত ১১.১৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হিরন নাহার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি দুই পুত্র, দুই কন্যা ও নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

বৃহস্পতিবার পিরোজপুর পৌর কবরস্থান মসজিদে জোহর বাদ জানাযা শেষে স্বামী মরহুম আনোয়ার হোসেনের কবরের পাশে তাকে দাফন করা হবে।

এএইচ