বাড্ডা ও যাত্রাবাড়িতে অবস্থান নিয়েছে আন্দোলনকারীরা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:১৬ পিএম, ১৮ জুলাই ২০২৪ বৃহস্পতিবার | আপডেট: ১২:২৫ পিএম, ১৮ জুলাই ২০২৪ বৃহস্পতিবার
বৈষ্যমবিরোধীদের ছাত্র আন্দোলনের ডাকে সারাদেশে চলছে কমপ্লিট শাটডাউন কর্মসূচি। বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীসহ বেশ কয়েক জায়গায় অবস্থান নিয়েছে কোটা আন্দোলনকারীরা।
আজ সকাল ১১টার দিকে যাত্রাবাড়ি এলাকায় পুলিশ ও আন্দোলনকারীদের সাথে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। ঘটে ককটেল বিস্ফোরণ। শনির আখড়া, কাজলা ও রায়েরবাগের কদমতলী এলাকায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
রায়েরবাগ ও শনিরআখড়া এলাকার বিভিন্ন পয়েন্ট অবরোধ করে সাইনবোর্ড থেকে যাত্রাবাড়ী পর্যন্ত এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ করে দিয়েছেন কোটা সংস্কার আন্দোলকারীরা। তাদের অবরোধের কারণে এই মহাসড়ক ব্যবহার করে যানবাহন ঢাকায় প্রবেশ করতে বা বের হতে পারছে না।
এদিকে, কয়েকশ’ শিক্ষার্থী ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে রাস্তা অবরোধ করে রেখেছেন। এ সময় মেরুল বাড্ডা এলাকা দিয়ে যাতায়াতকারী সব যানবাহনের চলাচল বন্ধ রয়েছে। শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে রাস্তায় শত শত যানবাহন আটকে আছে। আন্দোলন থেকে শিক্ষার্থীরা নানা স্লোগান দিয়ে যাচ্ছেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
তবে অনেকটাই ফাঁকা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা।
আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকাসহ সারাদেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পর্যাপ্ত গাড়ি না থাকায় বিপাকে পরেছেন সাধারণ মানুষ।
কর্মসূচি চলাকালে হাসপাতাল ও জরুরি সেবা ছাড়া সবকিছু বন্ধ রাখার ঘোষণা দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা।
এএইচ