ঢাকা, মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১ ১৪৩১

খুলছে ব্যাংক, চলবে ১১টা থেকে ৩টা পর্যন্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৫ এএম, ২৪ জুলাই ২০২৪ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

চলমান পরিস্থিতিতে টানা তিনদিন সাধারণ ছুটির পর আজ চালু হচ্ছে সব সরকারি-বেসরকারি অফিস ও আদালত। এদিন বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত অফিস চলবে। ব্যাংকের লেনদেনও চলবে বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, বুধবার (২৪ জুলাই) থেকে সারাদেশে বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নির্ধারিত সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চলবে। 

তবে কোন কোন শাখা খোলা থাকবে তা নিজ নিজ ব্যাংক সিদ্ধান্ত নেবে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ সময়সূচিতেই ব্যাংকিং কার্যক্রম চালু থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এদিকে টানা পাঁচদিন পর রাজধানী ঢাকা ও চট্টগ্রামে সীমিত আকারে ইন্টারনেট সেবা চালু হয়েছে। মঙ্গলবার (২৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ব্রডব্যান্ড সেবা চালু হয়।

এর আগে শুক্রবার রাত থেকে জারি করা কারফিউ ধীরে ধীরে শিথিলের দিকে যাচ্ছে।

এএইচ