ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

সেমিফাইনাল নিশ্চিতে মালয়েশিয়ার মুখোমুখি বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০১ এএম, ২৪ জুলাই ২০২৪ বুধবার

নারী এশিয়া কাপে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে আজ মালয়েশিয়ার মুখোমুখি বাংলাদেশ। যেখানে সেমিতে যেতে জিততেই হবে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির দলকে।

ডুম্বালায় ম্যাচটি শুরু হবে আজ বেলা আড়াইটায়।

প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার কাছে ৭ উইকেটে হারের পর একই ব্যবধানে থাইল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছে টাইগ্রেসরা। সেমিফাইনাল নিশ্চিতের ম্যাচে জ্যোতির দলের সামনে এখন মালেশিয়ার বাধা।     

শক্তির বিচারে প্রতিপক্ষের চেয়ে এগিয়ে থাকলেও মহাগুরুত্বপূর্ণ ম্যাচটিকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই টাইগ্রেসদের। তবে মালয়েশিয়ার বিপক্ষে এর আগে শতভাগ জয়ের রেকর্ড জ্যোতিদের। তিন ম্যাচ খেলে সবগুলোতেই বড় ব্যবধানে জিতেছে টাইগ্রেসরা।

'বি' গ্রুপ থেকে পয়েন্ট টেবিলে বাংলাদেশের অবস্থান তিন নম্বরে। সমান পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে মালয়েশিয়া। তবে নেট রান রেটে বেশ এগিয়ে প্রতিপক্ষরা। তাই এই ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে জয়ের সঙ্গে নজর রাখতে হবে রান রেটের দিকেও।        
 
থাইল্যান্ডের বিপক্ষে দাপট দেখিয়ে জয় পেয়েছে টাইগ্রেসরা। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও শাসন করেছেন জ্যোতিরা। মালয়েশিয়ার বিপক্ষেও বাংলাদেশের লক্ষ্য থাকবে বড় জয়ের। 

একাদশে খুব একটা পরিবর্তন আসছে না অনেকটাই নিশ্চিত। দিলারা আক্তার, মুর্শিদা খাতুন, ইশমা তানজিমরা থাকবেন টপ অর্ডারে দায়িত্বে। 

প্রথম ম্যাচে হতাশ করলেও গেল ম্যাচে দারুণ ফিফটি পেয়েছেন মুর্শিদা। ব্যাটিং বিভাগে গুরুদায়িত্ব থাকবে তার উপর। গেল ম্যাচে লম্বা সময় পর একাদশে ফিরেছেন সাবেক অধিনায়ক রুমানা আহমেদ। শেষদিকে জয় তুলে নিতে ভূমিকা ছিল তারও। জয় পেতে হলে জ্বলে উঠতে হবে ছন্দে থাকা অধিনায়ক জ্যোতি এবং রিতু মনিকেও।    
 
বোলিংয়ে মারুফা আক্তারের পাশাপাশি নাহিদা আক্তার, রাবেয়া খান, সাবিকুন নাহার জেসমিন, রুমানারা ভূমিকা রাখলে জয় পাওয়া কঠিন হবে না টাইগ্রেসদের জন্য। 

এই ম্যাচ জিতলেই গ্রুপ থেকে রানারআপ হয়ে সেমিফাইনালে যাবে বাংলাদেশ। 

‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে ভারত ও পাকিস্তান। ভারত গ্রুপ চ্যাম্পিয়ন অন্যদিকে পাকিস্তান গ্রুপ রানার্সআপ। বাংলাদেশ গ্রুপ রানার্সআপ হয়ে সেমিতে উঠলে মুখোমুখি হতে হবে আসরের অন্যতম শক্তিশালী দেশ ভারতের।

এএইচ