নরসিংদী কারাগারের সুপার ও জেলার বরখাস্ত
নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত : ০৩:৩৩ পিএম, ২৪ জুলাই ২০২৪ বুধবার
কর্তব্যে গাফিলতির অভিযোগে নরসিংদী জেলা কারাগারের সুপার আবুল কালাম আজাদ ও জেলার কামরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বুধবার (২৪ জুলাই) সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম।
তিনি বলেন, নরসিংদী জেলা কারাগার থেকে বন্দি পলায়ন, অস্ত্র ও গোলাবারুদ লুটের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে জেল সুপার আবুল কালাম আজাদ ও জেলার মো. কামরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগে সংযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পরিপত্র জারি করে তাদের বরখাস্ত করা হয়েছে।
গত শুক্রবার (১৯ জুলাই) নরসিংদী জেলা কারাগারে দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর, লুটপাট, বন্দিদের পলায়ন ও কারাগারের ব্যাপক ক্ষতিসাধনের ঘটনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এদিকে, দূর্বৃত্তদের হামলা-ভাংচূর-অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নরসিংদী জেলা কারাগার পরিদর্শনে আসেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। বুধবার দুপুরে সেনা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ আইনশৃংঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
তবে কারাগার পরদির্শন শেষে সাংবাদিকদের সাথে কোন আলোচনায় অংশ নেননি সেনাপ্রধান।
এএইচ