ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

প্রধানমন্ত্রীর আহ্বানে আজ থেকে রাজধানীতে ত্রাণ দেবে রেড ক্রিসেন্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:০৩ পিএম, ২৫ জুলাই ২০২৪ বৃহস্পতিবার | আপডেট: ০১:৩৭ পিএম, ২৫ জুলাই ২০২৪ বৃহস্পতিবার

দেশের ক্রান্তিকালে খেটে খাওয়া মানুষদের ত্রাণ দিয়ে সহায়তা প্রদানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান এ তথ্য জানান। 

বুধবার সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদরদপ্তরে জরুরি এক সভায় উপস্থিত হয়ে এ আহ্বান জানান তিনি। 

সারাদেশে কারফিউ চলাকালে খেটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে পরায় মানবিক দিক বিবেচনায় সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতি প্রধানমন্ত্রী এ আহ্বান জানিয়েছেন বলে জানান প্রতিমন্ত্রী। 

প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক এম.ইউ কবীর চৌধুরী বলেন, “যেখানেই মানবতা সংকটাপন্ন সেখানেই রেড ক্রিসেন্ট মানবতার কল্যাণে এগিয়ে যায়। দেশের এই সংকটাপন্ন সময়ে ছিন্নমূল মানুষের পাশে দাঁড়াতে বৃহস্পতিবার থেকে রাজধানীর বিভিন্ন স্থানে শুকনো খাবার বিতরণ কার্যক্রম শুরু করতে যাচ্ছে রেড ক্রিসেন্ট। প্রায় ২ হাজার পরিবারকে ৭দিনের খাবার প্যাকেজ বিতরণ করা হবে।” 

এছাড়াও সহিংসতা চলাকালে রেড ক্রস রেড ক্রিসেন্ট আন্দোলনের ৭টি নীতিমালা মেনে স্বেচ্ছাসেবকরা প্রাথমিক চিকিৎসাসহ সোসাইটির পক্ষ থেকে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাবে বলেও জানান তিনি। 

জরুরি এ সভায় আরও উপস্থিত ছিলেন সোসাইটির মহাসচিব কাজী শফিকুল আযম, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির পরিচালক আহমেদুল হক, আইএফআরসি’র ভারপ্রাপ্ত হেড অব ডেলিগেশন অভিষেক রিমাল, সোসাইটির ডিজাস্টার রেসপন্স বিভাগের পরিচালক মো. মিজানুর রহমান, ডিসিআরএম বিভাগের পরিচালক ইমাম জাফর সিকদার, স্বাস্থ্য বিভাগের পরিচালক অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এস এম হুমায়ুন কবির, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ দৌলতুজ্জামান ও উপাধ্যক্ষ প্রফেসর ডা. মোহাম্মদ মোর্শেদ।

এএইচ