ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

মোবাইল ডেটা চালুর বিষয়ে সিদ্ধান্ত রোববার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৩৯ পিএম, ২৭ জুলাই ২০২৪ শনিবার

রোববার মোবাইল অপারেটরদের সাথে বৈঠকের পর মোবাইল ডেটা চালুর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এদিকে বিএনপি-জামায়াত চক্রের সাম্প্রতিক নাশকতা পরিকল্পিত উল্লেখ করে মন্ত্রী বলেন, ১৮ থেকে ১৯ জুলাই ১ লাখ নতুন সিমকার্ড ঢাকায় প্রবেশ করেছে। তারাই ধংসযজ্ঞে অংশ নিয়েছে।

প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫৪ তম জন্মদিন উপলক্ষে সারাদেশে ১ লাখ গাছের চারা রোপন কর্মসূচির উদ্বোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

পরে ডাক ভবনে আলোচনা সভায় অংশ নিয়ে মন্ত্রী বলেন, বিএনপি জামায়াত চক্র ২০১২-১৩ সালের মতো তাদের পুরনো কায়দায় দেশব্যাপী পরিকল্পিত নাশকতা চালিয়েছে। সরকার শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার পরই তারা একটি যৌক্তিক ছাত্র আন্দোলনকে সহিংসতায় রূপ দেয়।

মন্ত্রী জানান, ১৮ থেকে ১৯ জুলাই মোবাইল অপারেটরদের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, উত্তরা, রামপুরা, মোহাম্মাদপুর, যাত্রাবাড়ী ও গাজীপুরে এক লাখ নতুন সিম কার্ড ব্যবহার করা হয়েছে।   

নাশকতাকারীরা তিনটি ডেটা সেন্টার ধংস ও শত শত কিলোমিটার তার পুড়িয়ে দেয়। এতে ৭০ শতাংশ সার্ভার ডাউন হয়ে রাত নয়টায় ইন্টারনেট বন্ধ হয়ে যায়। যার ক্ষতির পরিমাণ ছাড়িয়ে যায় হাজার কোটি টাকা। 

এদিকে শিগগিরই মোবাইলের ফোরজি নেটওয়ার্ক খুলে দেওয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন, রোববার সকাল ৯টায় মোবাইল অপারেটরদের সাথে বৈঠকের পরই মোবাইল ডেটা খুলে দেয়ার বিষয়ে সিদ্ধান্ত।

টানা পাঁচদিন বন্ধ থাকার পর মঙ্গলবার রাত থেকে গুরুত্বের ভিত্তিতে সীমিত আকারে চালু হয় ব্রডব্যান্ড  ইন্টারনেট। 

এসবি/