পাংশায় অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত : ০২:২৮ পিএম, ২৮ জুলাই ২০২৪ রবিবার
রাজবাড়ী পাংশা উপজেলার মাছপাড়া বাজার সংলগ্ন বকুল চাটাই হাউজ দোকান থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকাল সাতটার দিকে লাশটি উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর। এ সময় তার পরনে ছিল নেভি ব্লু প্যান্ট ও কালো রঙের গেঞ্জি।
সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মোঃ শাহিন জানান, স্থানীয়রা চাটাইয়ের দোকান ঘরে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে খবর দিলে সকাল ৭টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
এএইচ