অনিশ্চয়তায় মৈত্রী এক্সপ্রেসের যাত্রা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:০৭ এএম, ২৯ জুলাই ২০২৪ সোমবার
চিকিৎসাসহ বিভিন্ন কাজে বাংলাদেশ-কলকাতা যাতায়াতের অন্যতম ভরসা মৈত্রী এক্সপ্রেস। কিন্তু ১৬ জুলাইয়ের পর থেকে বন্ধ রয়েছে সেটি। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার পর থেকেই আর চলাচল করেনি ট্রেনটি। কবে আবার যাত্রা করবে সে বিষয়েও সুস্পষ্ট কোনো খবর নেই।
আগামী ৩০ তারিখ কলকাতা এবং ঢাকা থেকে মৈত্রী এক্সপ্রেস ছাড়ার কথা ছিল বলে প্রতিবেদনে জানিয়েছে কলকাতার অনলাইন পত্রিকা আনন্দবাজার। কিন্তু সেই ট্রেনও বাতিল করা হয়েছে। কবে চলবে তা নিশ্চিত করে জানায়নি রেল কর্তৃপক্ষ।
ভারতীয় রেল জানিয়েছে, যে যাত্রীরা ৩০ জুলাই মৈত্রী এক্সপ্রেসে ভ্রমণের জন্য টিকিট কেটেছিলেন তারা টাকা ফেরত পাবেন। টিকিটের দাম ফেরতের জন্য কলকাতায় বিশেষ টিকিট কাউন্টার খোলা হয়েছে। কিন্তু কোনো যাত্রী টিকিট হারিয়ে ফেললে টাকা ফেরত পাবেন না।
এসবি/