ডিএসইতে ৪৫০ কোটি টাকার লেনদেন, দাম কমেছে ৩৩২টির
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:০৮ পিএম, ২৯ জুলাই ২০২৪ সোমবার
ঢাকা স্টক এক্সচেঞ্জে কমেছে মূল্য সূচক। লেনদেনকৃত ৩৯২টি কোম্পানির মধ্যে দাম কমেছে ৩৩২টির।
আজ সোমবার মোট ৩৯২টি কোম্পানির ১৪ কোটি ৩৯ লাখ ৮২ হাজার ৮৫৩টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৪৫০ কোটি ১৮ লাখ ২৫ হাজার ৮৯৩ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৫৩.৪৮ পয়েন্ট কমে ৫৩৩০.২৪ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১৮.৫১ পয়েন্ট কমে ১৯০২.৭৫ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১১.৩০ পয়েন্ট কমে ১১৬৬.৪২ পয়েন্টে দাঁড়িয়েছে।
লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৭টির, কমেছে ৩৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো- অগ্নি সিস্টেম, ওরিয়ন ইনফিউশনস, এনআরবি ব্যাংক, স্কয়ার ফার্মা, জেমিনী সী ফুড, ইউনিলিভার কনজ্যুমার, ব্র্যাক ব্যাংক, রূপালি লাইফ ইন্সুঃ, স্যালভো কেমিক্যাল ও তৌফিকা ফুড।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি টেকনোড্রাগ, লিব্রা ইনফিউশনস, ইউনাইটেড ফাইন্যান্স, রূপালি লাইফ ইন্সুঃ, জেমিনী সী ফুড, সায়হাম টেক্স, ফার্মা এইড, ন্যাশনাল ব্যাংক লিঃ, রেকিট বেঙ্কাইজার ও ওয়ান ব্যাংক।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো এনার্জিপ্যাক পাওয়ার, ফিনিক্স ইন্সুঃ, এইচআর টেক্স, রংপুর ফাউন্ড্রি, জনতা ইন্সুঃ, স্ট্যান্ডার্ড ইন্সুঃ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মি. ফা., ফনিক্স ফাইন্যান্স, সোনারগাঁও টেক্সটাইল ও আলহাজ্ব টেক্স।
এএইচ