ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

কেরালায় ভূমিধসে নিহত বেড়ে ৪০, আটকা বহু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৩ এএম, ৩০ জুলাই ২০২৪ মঙ্গলবার | আপডেট: ১২:১৩ পিএম, ৩০ জুলাই ২০২৪ মঙ্গলবার

ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য কেরালার ওয়ানাড় জেলার মেপ্পেদির বিশাল এলাকাজুড়ে ভূমিধস হয়েছে এবং এতে এখন পর্যন্ত ৪০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া আরও শত শত মানুষ আটকা পড়ে আছেন বলেও জানা গেছে। 

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, মেপ্পেদির যে অঞ্চলে ভূমিধস ঘটেছে, সেটি পাহাড়ি এলাকা। মঙ্গলবার ভোরের দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কেরালা রাজ্য সরকারের অধীন দুর্যোগ মোকাবিলা সংস্থা কেরালা স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (কেসিডিএমএ)।

মঙ্গলবার এক বিবৃতিতে তারা জানিয়েছে, ইতোমধ্যে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। এছাড়া কেরালা পুলিশের এলিট ফোর্স কান্নুর ডিফেন্স সিকিউরিটি কর্পসের দু’টি ইউনিটও এগিয়ে এসেছে উদ্ধার তৎপরতায়।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, উপদ্রুত এলাকায় শত শত মানুষ আটকা পড়েছেন। অন্যদিকে কেসিডিএমএ’র কর্মকর্তারা জানিয়েছেন, মেপ্পেদিতে এখন ব্যাপক বৃষ্টি হচ্ছে এবং ভারী বর্ষণের কারণে বাধাগ্রস্ত হচ্ছে উদ্ধার তৎপরতা।

এসবি/