ঢাকা, বৃহস্পতিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৪ ১৪৩১

ভারতে ট্রেন লাইনচ্যুত, নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩২ এএম, ৩০ জুলাই ২০২৪ মঙ্গলবার

ভারতের ঝাড়খন্ডে একটি ট্রেনের ১৮টি বগি লাইনচ্যুত হয়েছে। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার (৩০ ‍জুলাই) ভোর ৪টার দিকে ঝাড়খণ্ডের চক্রধরপুর এলাকার কাছে লাইনচ্যুত হয় হাওড়া-সিএসএমটি এক্সপ্রেস। ট্রেনটি হাওড়া থেকে মুম্বাই যাচ্ছিল।

লাইনচ্যুত হওয়া ১৮টি বগির মধ্যে ১৬টিতেই যাত্রী ছিল। বাকি দুটি বগির মধ্যে একটি ট্রেনের বিদ্যুৎ সংযোগের কামরা ও অন্যটি প্যান্ট্রি কার।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়। উদ্ধার অভিযান চলছে ও আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য চক্রধরপুরের হাসপাতালে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত যাত্রীদের জন্য বাস ও অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।

এই ঘটনার প্রভাব পড়েছে ট্রেন চলাচলের উপর। ওই লাইনে যাতায়াতকারী একাধিক এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। একই সঙ্গে, যাত্রীদের সুবিধার্থে হাওড়া স্টেশনে খোলা হয়েছে হেল্প ডেস্ক।

এর আগে গত ১৮ জুলাই ভারতের উত্তর প্রদেশের গন্ডা এলাকায় ট্রেন লাইনচ্যুত হয়ে ৪ জন নিহত হয়। 

এসবি/