স্বাভাবিক সূচিতে ব্যাংক, লেনদেন ১০ থেকে ৪টা পর্যন্ত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৩৭ এএম, ৩১ জুলাই ২০২৪ বুধবার
স্বাভাবিক সূচিতে ফিরছে ব্যাংক ও শেয়ারবাজার। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ব্যাংক। লেনদেন সকাল ১০টায় শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। এরপর আরও দুই ঘণ্টা চলবে ব্যাংকগুলোর দাপ্তরিক কাজ।
বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, বুধবার থেকে ব্যাংকিং কার্যক্রম চলবে স্বাভাবিক নিয়মে। সাধারণ সময়ের মতো সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে, আর ব্যাংকগুলোর দাপ্তরিক কার্যক্রম চলবে ১০টা থেকে ৬টা পর্যন্ত।
শেয়ারবাজারের লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। মূল লেনদেন হবে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত। পরের ১০ মিনিট থাকবে পোস্ট ক্লোজিং।
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়লে কারফিউ ও সাধারণ ছুটির জন্য ব্যাংক তিনদিন বন্ধ ছিল। এরপর পাঁচ কার্যদিবস কারফিউ শিথিলের সময় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চলে। ফলে ১২ দিন ও ৮ কার্যদিবস পর স্বাভাবিক ব্যাংকিং চালু হচ্ছে।
এর আগে গত বৃহস্পতিবার (১৮ জুলাই) সবশেষ স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম হয়।
এএইচ