বারডেমের চিফ রিসার্চ অফিসার হলেন ড. পারভীন আক্তার খানম
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:২১ পিএম, ৩১ জুলাই ২০২৪ বুধবার | আপডেট: ০২:০০ পিএম, ৫ আগস্ট ২০২৪ সোমবার
বারডেম জেনারেল হাসপাতালের এপিডেমিওলজী এন্ড বায়োস্ট্যাটিস্টিক্স বিভাগের চিফ রিসার্চ অফিসার পদে
পদোন্নতি পেয়েছেন ডক্টর পারভীন আক্তার খানম।
রোববার বারডেম মহাপরিচালক অধ্যাপক এম কে আই কাইয়ুম চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে। এর ফলে তিনি বারডেম একাডেমির একজন অধ্যাপক হিসাবেও দ্বায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য ডক্টর পারভীন আক্তার খানম গত ৩০ জুন ২০২৪ পর্যন্ত বারডেম হাসপাতালের এপিডেমিওলজী এন্ড বায়োস্ট্যাটিস্টিক্স বিভাগে প্রিন্সিপাল রিসার্চ অফিসার ও একই সাথে সহযোগী অধ্যাপক হিসাবে কর্মরত ছিলেন।
তিনি ১৯৯৭ সালে রিসার্চ অফিসার পদে যোগদান করেন। ২০০৫ সালে তিনি সিনিয়র রিসার্চ অফিসার ও ২০১৫ সালে প্রিন্সিপাল রিসার্চ অফিসার হিসাবে পদোন্নতি লাভ করেন।
ডক্টর পারভীন আক্তার খানম তার দীর্ঘ ২৭ বছরের কর্মজীবনে ৪০ টির অধিক গবেষণা পত্র লিখেছেন, যা খ্যাতনামা জার্নালে বিভিন্ন সময়ে প্রকাশিত হয়েছে। তিনি বারডেম একাডেমী’র একজন ফ্যাকাল্টি সদস্য, কোর্স কো অর্ডিনেটর এবং রিসার্চ সেল সদস্য। এছাড়াও তিনি বাংলাদেশ এন্ডোক্রাইন সমিতির আজীবন সদস্য।
ডায়াবেটিক গবেষণা ও এন্ডোক্রাইন বিষয়ে তিনি এশিয়া, অস্ট্রেলিয়া, ইউরোপ ও আমেরিকায় বিভিন্ন সেমিনার ও কর্মশালায় অংশ নিয়েছেন।
ডক্টর পারভীন আক্তার খানম ২০১৫ সালে “Competing Risk Models for Complications in Diabetes Mellitus : A Multistate Model Approach” বিষয়ে পিএইচডি সম্পন্ন করেন।
তিনি ১৯৯৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিষয়ে এমএসসি ও ১৯৯৩ সালে একই বিষয়ে বিএসসি অনার্স সম্পন্ন করেন।
তিনি বেগম বদরুন্নেসা সরকারি কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি ও শেরেবাংলা নগর গভঃ গার্লস স্কুল থেকে এসএসসি পাস করেন।
মরহুম আহম্মদ খান ও রহিমা বেগমের জ্যেষ্ঠ সন্তান ডক্টর পারভীন আক্তার খানমের জন্ম ১৯৬৮ সালের ২২ ফেব্রুয়ারি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার মদনের গাঁও গ্রামে। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিতা এবং এক কন্যা ও এক পুত্র সন্তানের জননী।
এসবি/