দেশের বিভিন্ন স্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ-মিছিল
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:২৭ পিএম, ১ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার
আজও দেশের বিভিন্ন স্থানে মিছিল সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশ। কয়েক জায়গায় পুলিশের সার্থে সংঘর্ষে আহত হন বেশ কয়েকজন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র জনতার খুনিদের প্রতিহত করুণ ব্যানারে মুখে ও মাথায় লাল কাপড় বেধে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী স্মৃতিফলকের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে সেখানে এসে তাদের সঙ্গে যোগ দেয় বৈষম্যবিরোধী ছাত্ররা।
এসময় পুলিশের সাথে ছাত্রদের ধস্তাধস্তি হয়। পাঁচ ছাত্রকে আটক করে পুলিশ। পরে শিক্ষকরা তাদের ছিনিয়ে নেন।
ময়মনসিংহে পুলিশের বাধা উপক্ষো করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষার্থী নগরীর টাউন হল চত্বরে মিছিল করে।
গাইবান্ধায় শিক্ষার্থীরা বাসস্ট্যান্ড এলাকায় সমাবেশ করে। পুলিশ বাধা দিলে সেখানে ধাওয়া পাল্টাধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।