ঢাকা, মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১ ১৪৩১

ইসরাইলে রকেট হামলা হিজবুল্লাহর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৮ এএম, ২ আগস্ট ২০২৪ শুক্রবার

ইসরাইলের উত্তরাঞ্চলে বৃহস্পতিবার হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। চলতি সপ্তাহে শীর্ষ এক কমান্ডার নিহতের ঘটনায় তারা এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ইরান সমর্থিত এ গোষ্ঠীটি এক বিবৃতিতে জানিয়েছে, ইসরাইলি শত্রুদের লক্ষ্য করে একাধিক ‘কাতিউশা রকেট’ হামলা চালানো হয়েছে। এতে বেশ কয়েক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

ইসরাইল সেনাবাহিনী জানিয়েছে, রকেট হামলার পরই ইসরাইল বিমানবাহিনী হিজবুল্লাহ যে স্থান থেকে হামলা চালিয়েছে সেখানে পালটা হামলা চালানো হয়।

বৃহস্পতিবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের বিমান হামলায় চার সিরিয়ান নিহত হয়েছেন। গত অক্টোবর গাজায় হামলার পর থেকে হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যে পালটাপালটি হামলা চলছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, নিহত ব্যক্তিদের নাম পরিচয় পাওয়া যায়নি। এজন্য তাদের ডিএনএ পরীক্ষা করা হবে। এছাড়া এ হামলায় আরও পাঁচ লেবানিজ আহত হয়েছেন।

জরুরি সেবা সংস্থা এএফপিকে জানিয়েছে, নিহতদের মধ্যে কৃষক ও শ্রমিক রয়েছে এবং তারা একই পরিবারের সদস্য। 

এমএম//