হবিগঞ্জে আওয়ামী লীগ অফিসে আগুন, এমপির বাসায় হামলা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:৫৫ পিএম, ২ আগস্ট ২০২৪ শুক্রবার
হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের সঙ্গে ছাত্র-জনতার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষোভকারীরা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাংচুর করে আগুন ধরিয়ে দেয় ও স্থানীয় সংসদ সদস্যের বাসায় হামলা চালায়। সংঘর্ষ চলাকালে মোস্তাক মিয়া (২৮) নামের এক শ্রমিক নিহত হন।
শুক্রবার (২ আগস্ট) হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুরপাড় এলাকায় এ সংঘর্ষ শুরু হয়।
জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’ এর অংশ হিসেবে জুমার নামাজের পর হবিগঞ্জে শহরের বোর্ড মসজিদের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় সাইফুর রহমান টাউন হলের সামনে অবস্থান নেয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা। বেলা আড়াইটার দিকে নূরুল হেরা জামে মসজিদের সামনে থেকে মিছিল বের হলে আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের বাধা দেয়। এ খবর ছড়িয়ে পড়লে কোর্ট মসজিদের সামনে অবস্থান নেওয়া আন্দোলনকারীরা এসে তাদের ধাওয়া দেয়। তখন আওয়ামী লীগ নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে।
পরে বিক্ষুব্ধ ছাত্র-জনতা আওয়ামী লীগ কার্যালয়ে ও স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহিরের বাসার সামনে থাকা কয়েকটি মোটরসাইকেলে অগ্নি-সংযোগ করে। এ সময় তারা সংসদ সদস্যের বাসায় ইটপাটকেল নিক্ষেপ করে। বিকাল সোয়া ৪টায় পুলিশ এসে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে চেষ্টা করে। এ সময় তারা রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির গণমাধ্যমকে জানান, বিএনপি-জামায়াত ও শিবিরের লোকজন আমার বাসায় হামলা চালিয়েছে।
এদিকে পুলিশের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ চলাকালে মোস্তাক মিয়া (২৪) একজন নিহত হয়েছে বলে জানা গেছে।
কেআই//