ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৪ ১৪৩১

নাগরিকদের দ্রুত লেবানন ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৬ এএম, ৪ আগস্ট ২০২৪ রবিবার

হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যার ফলে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক যুদ্ধের ক্রমবর্ধমান আশঙ্কার মধ্যে নিজ নাগরিকদের যত দ্রুত সম্ভব লেবানন ছাড়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

বৈরুতে মার্কিন দূতাবাস নিজ নাগরিকদের যত দ্রুত সম্ভব টিকেট কেটে লেবানন ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। এমনকি যারা লেবানন ত্যাগ করতে চান, তাদেরকে টিকেট সংগ্রহ করতে উৎসাহিত করছে মার্কিন দূতাবাস। 

প্রায় একই ধরনের নির্দেশনা দিয়েছে যুক্তরাজ্য। দেশটির সরকারের পক্ষ থেকে লেবাননে অবস্থানকারী ব্রিটিশ নাগরিকদেরও বৈরুত ছাড়তে উৎসাহিত করা হচ্ছে। 

হামাস প্রধান ইসমাইল হানিয়ার হত্যার ঘটনায় মধ্যপ্রাচ্যজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। নিজেদের কর্মকাণ্ডের জন্য ইসরাইলকে অনুতাপ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির রেভল্যুশনারি গার্ডও বলেছে, হানিয়ার হত্যার বদলা নেবে তারা। ইসরায়েল ‘সঠিক সময়ে, সঠিক স্থানে, সঠিক উপায়ে কঠিন শাস্তি পাবে।’

গত মঙ্গলবার রাতে তেহরানে নিহত হন ইসমাইল হানিয়া। দেশটির নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন তিনি।

এএইচ