সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু
বেনাপোল প্রতিনিধি
প্রকাশিত : ০১:০২ পিএম, ৪ আগস্ট ২০২৪ রবিবার
যশোরের শার্শায় সাপের কামড়ে চিকিৎসাধীন অবস্থায় মেধাবী শিক্ষার্থী শিহাব তরফদার (১৯)র মৃত্যু হয়েছে। নিহত শিহাব খুলনা বিশ্ববিদ্যালয়ের অনার্সের প্রথম বর্ষের মেধাবী শিক্ষার্থী।
রোববার (৪ আগস্ট) ভোর রাতে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শিহাব যশোরের শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের বড় নিজামপুর গ্রামের শরীফ তরফদারের ছেলে।
জানা গেছে, গত ২৯ জুলাই (সোমবার) রাত তিনটার দিকে শিহাবের শয়নকক্ষে ঘুমানো অবস্থায় বিষাক্ত সাপে কামড় দিলে অসুস্থ হয়ে পড়ে। প্রথমে স্থানীয় ওঝার কাছে নিলে অবস্থার অবনতি হওয়ায় পরে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ ভোরে তার মৃত্যু হয়।
শিহাবের চাচা আতাউর রহমান তরফদার জানান, প্রতিদিনের ন্যায় শিহাব শয়নকক্ষের খাটে ঘুমায়। হঠাৎ করে ঘুমন্ত অবস্থায় একটি বিষাক্ত সাপ শিহাবের হাতে কামড় দিলে চিৎকার শুরু করলে পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ওঝার কাছে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত যশোর সদর হাসপাতালে নেওয়া হয়।
এ বিষয়ে স্থানীয় নিজামপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা বিপুল বলেন, শিহাবের বাড়িতে গিয়েছিলাম। শিহাব একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। ঘটনাটি খুবই দুঃখজনক। এলাকার মানুষের মধ্যে শোকের পাশাপাশি দিন দিন সাপের আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
গত ২৯ জুন সাপে কেটে পার্শ্ববর্তী গ্রামের ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়।
এএইচ