জাতির উদ্দেশে সেনাপ্রধানের ভাষণের সময় পেছালো
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০১:৪৬ পিএম, ৫ আগস্ট ২০২৪ সোমবার | আপডেট: ০৩:৪৩ পিএম, ৫ আগস্ট ২০২৪ সোমবার
দেশে চলমান পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশে বক্তব্য দেবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ সোমবার (৫ আগস্ট) দুপুর ২টায় বক্তব্য রাখার কথা থাকলেও তা পিছিয়েছে। দেশের বিশিষ্টজনদের সঙ্গে বৈঠক করছেন সেনাপ্রধান।
এর আগে দুপুর ২টায় তার বক্তব্য রাখার কথা ছিল। পরে ১ ঘণ্টা পিছিয়ে ৩টায় করা হয়। কিন্তু বিশিষ্টজনদের সঙ্গে বৈঠক শেষ না হওয়ায় সেনাপ্রধানের বক্তব্য রাখতে দেড়ি হচ্ছে।
সোমবার বেলা ১২টার দিকে আন্তঃবাহিনী গণসংযোগ পরিদফত আইএসপিআর জানায়, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সোমবার দুপুর ২টায় জাতীর উদ্দেশে ভাষণ দেবেন। এ পর্যন্ত সকলকে ধৈর্য ধরার অনুরোধ জানানো হয়েছে।
এর আগে শনিবার (৩ আগস্ট) সেনাসদরের হেলমেট অডিটোরিয়ামে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ‘অফিসার্স অ্যাড্রেস’ অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, ‘যেকোনো পরিস্থিতিতে জনগণের জানমাল ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বাংলাদেশ সেনাবাহিনী দেশের জনগণের আস্থার প্রতীক। জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের যেকোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে।’
এএইচ