রাজনৈতিক মামলায় যখনই জামিন আবেদন, তখনই শুনানি
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০১:২৯ পিএম, ৬ আগস্ট ২০২৪ মঙ্গলবার
রাজনৈতিক মামলায় যখনই জামিন আবেদন করা হবে, তখনই শুনানি হবে বলে সিদ্ধান্ত নিয়েছে ঢাকার জেলা জজ, মহানগর দায়রা জজ, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রট আদালত, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালত।
আজ মঙ্গলবার সকাল ১০টায় ঢাকার জেলা জজ আদালতের সভাকক্ষে জেলা জজ হেলাল উদ্দিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সেখানে ঢাকা মহানগর দায়রা জজ আস সামছ জগলুল হোসেন, ঢাকার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ঢাকার চীফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট জজ ও তাদের অধিনস্থ বিচারক এবং বিশেষ জজ আদালতের বিচারকরা উপস্থিত ছিলেন।
সভায় বিএনপি পন্থী আইনজীবী নেতারা এবং সাধারণ আইনজীবী উপস্থিত থাকলেও কোন আওয়ামী পন্থী আইনজীবীরা উপস্থিত ছিলেন না।
এসবি/