পোশাক কারখানা খোলার সিদ্ধান্ত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:০৬ পিএম, ৬ আগস্ট ২০২৪ মঙ্গলবার
চলমান অস্থিরতার মধ্যে অনির্দিষ্টকাল বন্ধ থাকা সব তৈরি পোশাক কারখানা খোলার সিদ্ধান্ত নিয়েছে তৈরি পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ। মঙ্গলবার (৬ আগস্ট) সংগঠনটির জরুরি বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজিএমইএ’র এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বার্তায় বলা হয়, আজ বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটায় পর্যন্ত এক জরুরি বোর্ড মিটিং এ আগামীকাল ফ্যাক্টরি খোলা রাখার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে অসহযোগ কর্মসূচির মধ্যে ব্যাপক সহিংসতার পর গত ৪ আগস্ট দেশের সব কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বিজিএমইএ।
প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পরদিন আবারও কারখানা খোলার সিদ্ধান্ত এল।
কেআই//