ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

ফ্রান্স-স্পেনের স্বর্ণের লড়াই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:০১ এএম, ৯ আগস্ট ২০২৪ শুক্রবার

প্যারিস সামার অলিম্পিক পুরুষ ফুটবলে স্বর্ণ জয়ের লড়াইয়ে আজ ফ্রান্সের মুখোমুখি হবে স্পেন। পার্ক দি প্রিন্সে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০ টায়।

এবারের অলিম্পিক ফুটবলে দাপটের সঙ্গে খেলছে ফ্রান্স। যুক্করাষ্ট্র, নিউজিল্যান্ড ও গিনিকে হারিয়ে এ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠে ফরাসিরা।

এরপর জাপানকে উড়িয়ে সেমিতে যায় তারা। সেখানে মিশরকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালের টিকিট পায় ফ্রান্স।

এবার স্বর্ণ জয়ের লড়াইয়ে স্পেনকে এক বিন্দুও ছাড় দিতে নারাজ তারা। এদিকে দুই জয় ও এক হারে সি গ্রুপ রানার্স আপ হয়ে শেষ আটে আসে স্পেন।

এরপর জাপানকে উড়িয়ে শেষ চারে মরোক্কোর বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ গোলের দুর্দান্ত জয়ে ফাইনালে ওঠে স্পেন। এবার ফ্যান্সকে হারিয়ে স্বর্ণ জয়েই চোখ স্পেনের।    

এসবি/