ঢাকা, বৃহস্পতিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৩ ১৪৩১

ব্রাজিলকে হারিয়ে পঞ্চমবার সোনা জিতল যুক্তরাষ্ট্র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৭ এএম, ১১ আগস্ট ২০২৪ রবিবার

প্যারিস অলিম্পিকে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে মেয়েদের ফুটবলে পঞ্চমবারের মতো সোনা জিতল যুক্তরাষ্ট্র। এ নিয়ে তিনবার অলিম্পিকের ফাইনালে উঠে তিনবারই রুপা নিয়ে ফিরতে হলো ব্রাজিলকে।

১২ বছর পর অলিম্পিকে সোনা জিতল যুক্তরাষ্ট্রের নারী ফুটবল দল। প্যারিসে ফাআিনলে ব্রাজিলের বিপক্ষে ১-০ গোলে জিতেছে যুক্তরাষ্ট্র।

ম্যাচের প্রথমার্ধে যুক্তরাষ্ট্রকে রুখে দিয়েছিলেন ব্রাজিলের মেয়েরা। প্রথম ৪৫ মিনিটের খেলা শেষ হয় গোলশূন্য সমতায়। দ্বিতীয়ার্ধে আর আমেরিকাকে আটকে রাখতে পারেনি ব্রাজিল। ৫৭ মিনিটে ম্যালোরি সোয়ানসন কাঙ্ক্ষিত গোলটি এনে দেন যুক্তরাষ্ট্রকে। 

তার ওই গোলই সোনালি আনন্দে ভাসিয়েছে মার্কিন মেয়েদের।

২৬ বছর বয়সী সোয়ানসনের এটা ছিল আবার শততম ম্যাচ। নিজের এই অর্জনকে সোনার পদক এনে দেওয়া গোলের আনন্দে স্মরণীয় করে রাখলেন সোয়ানসন।

২০০৪ সালে এথেন্স ও ২০০৮ সালে বেইজিংয়ে ফাইনাল খেলে রানার্সআপ হয়েছিল তারা। দুইবারই তাদের প্রতিপক্ষ ছিল যুক্তরাষ্ট্র। ১৬ বছর পর ফাইনালে উঠে সেই একই প্রতিপক্ষকে পেয়েছিল সেলেসাওরা। কিন্তু ভাগ্য বদলাতে পারেনি।

এএইচ