ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

এবার পদ ছাড়লেন চবি ভিসি আবু তাহের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৭ এএম, ১২ আগস্ট ২০২৪ সোমবার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহের পদত্যাগপত্র জমা দিয়েছেন। 

এর অগে উপাচার্য পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন বলে সোমবার (১২ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক কে এম নূর আহমদ জানিয়েছেন।

রোববার রাতে অব্যাহতি চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বরাবর একটি চিঠি পাঠান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) উপাচার্য অধ্যাপক ড. আবু তাহের।

এতে বলা হয়েছে, আমি গত ২০ মার্চ চবির উপাচার্য পদে যোগদান করি। চবির চলমান পরিস্থিতিতে আমাকে উপাচার্যের দায়িত্ব পালন হতে অব্যাহতি প্রদান করে আমার মূল বিভাগ চবির ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর (গ্রেড-১) পদে যোগদানের অনুমতি প্রদান করতে অনুরোধ করছি।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কেএম নুর আহমদ বলেন, উপাচার্যকে নিয়োগ দিয়েছেন আচার্য। তাই অব্যাহতির বিষয়টিও তিনিই দেখবেন। রোববার রাতেই তিনি পত্রটি পাঠিয়েছেন।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই একের পর এক বিশ্ববিদ্যালয়ের ভিসি ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদের ব্যক্তিরা পদত্যাগ করছেন।

এএইচ