দুর্গাপূজায় ৩ দিন ছুটি সুপারিশ করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:০৪ পিএম, ১২ আগস্ট ২০২৪ সোমবার | আপডেট: ০৪:০৫ পিএম, ১২ আগস্ট ২০২৪ সোমবার
দুর্গাপূজায় তিন দিন সরকারি ছুটির সুপারিশ করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মানুষের সুরক্ষা দেওয়া আমাদের কাজ। হিন্দু, মুসলিম কিংবা খ্রিষ্টান যাই হোক না কেন, সবাইকে সুরক্ষা দেওয়া আমাদের দায়িত্ব।
তিনি বলেন, দুর্গাপূজার দুই-তিন দিন ছুটি দিলে অসুবিধা কী? ছুটিতে আমরাও উপভোগ করব, সমস্যা তো নেই। এ বিষয়ে সচিবকে বলেছি।
আসন্ন জন্মাষ্টমী উপলক্ষে সারা দেশে নিচ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা নেয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
দেশে ধর্মভিত্তিক কোনো মারামারি হয় না বলে মনে করেন তিনি। এম সাখাওয়াত হোসেন বলেন, মারামারি হয় জমিজমা দখলে নেয়ার জন্য। এটা রাজনৈতিক লোকদের দিয়ে করানো হয়। পুকুর, জমি, ভিটা দখল করবে। এটা কিন্তু মাইনোরিটির (সংখ্যালঘু) সমস্যা না।
এএইচ