হাসিনা সরকারের শেষ মাসে খাদ্য মূল্যস্ফীতিতে রেকর্ড
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:১৭ এএম, ১৩ আগস্ট ২০২৪ মঙ্গলবার
আওয়ামী লীগ সরকারের শেষ মাসে দেশের খাদ্য মূল্যস্ফীতিতে রেকর্ড হয়েছে। চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে খাদ্য মূল্যস্ফীতি ছিল ১৪ শতাংশের বেশি, যা ২০১০-১১ অর্থবছরের পর সর্বোচ্চ।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো-বিবিএসর হালনাগাদ তথ্য অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরের প্রথম মাসে সাধারণ মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১১ দশমিক ৬৬ শতাংশ, যা আগের মাসে ছিল ৯ দশমিক ৭২ শতাংশ। আর খাদ্য মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১৪ দশমিক ১০ শতাংশে।
দেশে ২০১০-১১ অর্থবছরে গড় খাদ্য মূল্যস্ফীতি ছিল ১৪ দশমিক ১১ শতাংশ। সে হিসাবে গত প্রায় দেড় দশকের মধ্যে গত মাসের খাদ্য মূল্যস্ফীতি ছিল সর্বোচ্চ।
বিবিএসের তথ্যমতে, গত মাসে গ্রাম এলাকায় সাধারণ মূল্যস্ফীতি ছিল ১১ দশমিক ৮৯ শতাংশ, শহর এলাকায় ছিল ১১ দশমিক ২৭ শতাংশ। তবে গ্রাম এলাকার চেয়ে শহরে খাদ্য মূল্যস্ফীতি বেশি ছিল। গ্রাম এলাকায় খাদ্য মূল্যস্ফীতি ছিল ১৪ দশমিক শূন্য ৬ শতাংশ, শহর এলাকায় ছিল ১৪ দশমিক ২২ শতাংশ।
অর্থনীতিবিদদের মতে, সরকার যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়া এবং ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনে উচ্চ মূল্যস্ফীতিও বড় ধরনের অনুঘটক হিসেবে কাজ করেছিল।
তবে পরিস্থিতি স্বাভাবিক হলে মূল্যস্ফীতির চাপ কমে আসবে বলে মনে করেন তারা।
এএইচ