ডিবি হেফাজতে আনিসুল হক ও সালমান রহমান
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:১৭ এএম, ১৪ আগস্ট ২০২৪ বুধবার
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনা সরকারের বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ আগস্ট) মধ্যরাতে তাদেরকে ডিবির কার্যালয়ে নেওয়া হয়।
জানা গেছে, রাজধানীর নিউমার্কেট থানায় দায়ের হওয়া এক মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ তাদের আদালতে তোলা হবে এবং রিমান্ড আবেদন করা হবে।
নারায়ণগঞ্জের পাগলা থেকে মঙ্গলবার তাদেরকে আটক করে কোস্টগার্ড। এরপর তারা এই দুজনকে পুলিশের হাতে তুলে দেয়। পরবর্তীতে পুলিশ তাদেরকে ডিবির হাতে সোপর্দ করে।
পালাতে না পেরে নৌকার ওপর বসে ছিলেন তারা। সাবেক আইনমন্ত্রী আনিসুল ও উপদেষ্টা সালমান এফ রহমান মূলত নৌপথে দেশের বাইরে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হন। এদের মধ্যে একজন ছাত্র এবং একজন হকার। এ ঘটনায় নিউমার্কেট থানায় দুটি হত্যা মামলা হয়। এসব হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে এই দুজনকে গ্রেফতার করা হয়েছে।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের শীর্ষ নেতা-মন্ত্রীরা গা ঢাকা দেন। এছাড়া, ঢাকার শাহজালাল বিমানবন্দরে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আটকে দেওয়া হয়।
এএইচ