ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

বরিশালে আইন শৃঙ্খলা নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ০৩:৫৮ পিএম, ১৪ আগস্ট ২০২৪ বুধবার

বরিশালের আইন শৃঙ্খলা নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সবায় সেনাবাহিনীর জিওসি মেজর জেনারেল আব্দুল কাউয়ূম মোল্লা বলেন, যারা সংখ্যালঘু আছে তাদের নিরাপত্তা থেকে সার্বিক সহায়তা করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ এখন মাঠে রয়েছে, সেনাবাহিনীর সাথে কাজ করছে। 

আজ বুধবার সকাল সাড়ে দশটায় সার্কিট হাউজ হলরুমে বিভাগীয় কমিশনার শওকত আলীর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ দেয়ার আহবান জানিয়ে জিওসি কাউয়ূম বলেন, বাজার মনিটরিং শিক্ষার্থীদের কাজ নয়। ট্রাফিকে শিক্ষার্থীরা থাকলে ট্রাফিক পুলিশ দোদুল্যমান অবস্থায় থাকবে। আমি করব না উনি করবে অবস্থা সৃষ্টি হবে। তারপরও করতে চাইলে ছবি-বায়ডাটা দিয়ে শৃঙ্খলার রক্ষা করে এমন প্রশাসনের থেকে আইডি কার্ড নিয়ে করতে পারেন। যাতে করে কেউ শিক্ষার্থী সেজে অপকর্ম করতে না পারে।

সভায় প্রশাসন থেকে শুরু করে ছাত্রদের প্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এএইচ