ঢাকা, বৃহস্পতিবার   ৩১ অক্টোবর ২০২৪,   কার্তিক ১৫ ১৪৩১

৭ ঘণ্টা পর ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল স্বাভাবিক

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৪৬ এএম, ১৭ আগস্ট ২০২৪ শনিবার

গাজীপুরের সালনায় পদ্মা এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার করা হয়েছে। এর মধ্যদিয়ে প্রায় ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হলো।

শনিবার ভোর ৪টার দিকে এই উদ্ধার অভিযান শেষ হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার মোঃ হানিফ আলী।

এর আগে শুক্রবার রাত পৌনে ৯টার দিকে ঢাকা-উত্তরবঙ্গ রেললাইনের গাজীপুরের সালনা এলাকায় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে করে উত্তরবঙ্গের সাথে ঢাকার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

রাতেই ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত বগিটি উদ্ধার করলে ভোর ৪টার পর থেকে ট্রেন চলাচল শুরু হয়।

এএইচ