ইয়েমেনে আত্মঘাতী হামলায় ১৬ সেনা নিহত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:১৮ এএম, ১৭ আগস্ট ২০২৪ শনিবার | আপডেট: ০৯:৪৭ এএম, ১৭ আগস্ট ২০২৪ শনিবার

ইয়েমেনের দক্ষিণাঞ্চলের মুয়িদা জেলায় একটি সামরিক ঘাঁটিতে আত্মঘাতী বোমা হামলায় ১৬ ইয়েমেনি সরকারপন্থী সৈন্য নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১৮ জন। গতকাল শুক্রবার এ হামলা ঘটেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
হামলার পর আল-কায়েদা ইন দ্য অ্যারাবিয়ান পেনিনসুলা (একিউএপি) এক বিবৃতিতে এ হামলার দায় স্বীকার করেছে। তারা জানায়, একজন আত্মঘাতী হামলাকারী একটি বোমারু গাড়িতে স্বতন্ত্র বিস্ফোরক ডিভাইস (আইইডি) দিয়ে সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ ঘটিয়েছে।
২০০৯ সালে আল-কায়েদার ইয়েমেনি ও সৌদি উপদল একিভূত হয়ে একিউএপি গঠিত হয়। সাম্প্রতিক বছরগুলোতে একিউএপি দক্ষিণ ইয়েমেনে হামলা চালাচ্ছে। গত মার্চ মাসে আবিয়ান প্রদেশে হামলা চালায় একিউএপি। ওই হামলায় দুই যোদ্ধা নিহত হয়েছিল।
চলতি বছরের শুরুরের দিকে একিউএপি তাদের নেতা খালিদ বাতারফির মৃত্যুর খবর জানায়। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা জানায়নি একিউএপি। পরে বাতারফির স্থলাভিষিক্ত হন সাদ আল-আওলাকি। তার নেতৃত্বে একিউএপি ইয়েমেনে ক্রমশ তাদের প্রভাব বাড়াচ্ছে।
বিশ্লেষকেরা বলছেন, একিউএপির এসব হামলা ইয়েমেনে সহিংসতা বাড়ানোর উদ্বেগ তৈরি করছে।
এসবি/