ফারজানা মিথিলার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:২০ এএম, ১৮ আগস্ট ২০২৪ রবিবার
মোবাশ্বিরা ফারজানা মিথিলার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। মিথিলা কানাডার অটোয়ায় বাংলাদেশ হাইকমিশনে কাউন্সিলর হিসেবে নিযুক্ত ছিলেন।
শনিবার (১৭ আগস্ট) অন্তর্বর্তীকালীন সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয় মিথিলাকে আগস্ট মাসের মধ্যে তার বর্তমান দায়িত্ব ছেড়ে ঢাকায় ফিরে আসার নির্দেশ দেয়। মিথিলা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাবলিক ডিপ্লোমেসি উইংয়ের পরিচালক ও কাউন্সিলর হিসেবে চুক্তিভিত্তিকভাবে নিযুক্ত ছিলেন।
সাংবাদিক, সংবাদ উপস্থাপক এবং টক-শো সঞ্চালক হিসেবে কাজ করেছেন মিথিলা ফারজানা। গণমাধ্যমের বিভিন্ন শাখায় কাজ করেছেন তিনি। একাত্তর টেলিভিশনে হেড অব কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে কর্মরত ছিলেন। ‘একাত্তর জার্নাল’-এর সঞ্চালনা করেছেন তিনি।
এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে শিক্ষকতা করেছেন মিথিলা ফারজানা।
এএইচ