লঘুচাপের প্রভাবে বৃষ্টিপাত, জনজীবনে ভোগান্তি
কুয়াকাটা-কলাপাড়া প্রতিনিধি
প্রকাশিত : ০৩:৫২ পিএম, ১৮ আগস্ট ২০২৪ রবিবার
লঘুচাপের প্রভাবে পটুয়াখালীসহ কলাপাড়া-কুয়াকাটার বিভিন্ন স্থানে গত তিনদিন ধরে থেমে থেমে মাঝারী থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
আজ রোববার সকাল নয়টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কলাপাড়ায় ৭২ মিলিমিটার বষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।
এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। তলিয়ে গেছে খাল-বিল। আমন বীজ রোপণে বিপাকে পড়েছেন কৃষকরা।
এদিকে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে উঠেছে। বেড়েছে নদ-নদীর পানির উচ্চতাও।
উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশংকায় পটুয়াখালীর পায়রাসহ সকল সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সমুদ্রগামী মাছধরা ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এএইচ