ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

৫৪৯ অস্ত্র ও ৩৭৯৫ গোলাবারুদ উদ্ধার করে পুলিশে হস্তান্তর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫২ পিএম, ১৮ আগস্ট ২০২৪ রবিবার

কোটা সংস্কার আন্দোলনের ফলে উদ্ভুত পরিস্থিতির প্রেক্ষাপটে পুলিশ সদস্য কর্তৃক থানায় ফেলে যাওয়া অস্ত্র-গোলাবারুক এবং সাধারণ জনগণের হাতে যাওয়া অস্ত্র গোলাবারুদ উদ্ধারের পর সেগুলো পুনরায় সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইতিমধ্যে বাংলাদেশ পুলিশের সদস্যগণ স্ব স্ব কর্মস্থলে যোগদান করায় বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের নিকট রক্ষিত ৫৪৯ টি বিভিন্ন প্রকার অস্ত্র, ৩৭৯৫ রাউন্ড এমুনেশন এবং অন্যান্য দ্রব্যাদি নিকটস্থ মোহাম্মদপুর থানা জমা দেয়া হয়।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট ২০২৪ তারিখে উদ্ভুত পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশের সদস্যগণ অস্ত্র এবং গোলাবারুদ রেখে কর্তব্যস্থল ত্যাগ করায় নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ সেনাবাহিনী উল্লেখিত তারিখ হতে থানা সমূহের অস্ত্র এবং গোলাবারুদ নিজস্ব হেফাজতে নেয়। পাশাপাশি ছাত্র ও জনতা অরক্ষিত অস্ত্র ও গোলাবারুদ নিকটস্থ সেনা ক্যাম্পে জমা দেয়। পরবর্তীতে উদ্ধারকৃত ওই সকল অস্ত্র গোলাবারুদ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কেআই//