বিসিবিতে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:৫৭ পিএম, ১৯ আগস্ট ২০২৪ সোমবার
বিসিবি পরিদর্শন করেছেন অন্তবর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এসময় তার সঙ্গে যোগ দেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায় তামিম ইকবাল।
সোমবার (১৯ আগস্ট) দুপুর ১২টার দিকে ক্রিকেট বোর্ডে আসেন উপদেষ্টা। এসময় সরব হয়ে উঠে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।
এ সময় উপস্থিত ছিলেন বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন, সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন।
পরে মিডিয়া রুমে প্রবেশ করেন আসিফ মাহমুদ। পরবর্তীতে একাডেমি ভবনে যান তারা।
সরকার পতনের পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ বেশিরভাগ পরিচালক আত্মগোপনে থাকায় কার্যত অভিভাবকশূন্য হয়ে পড়েছে বিসিবি।
এর মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়ে অচলাবস্থা কাটানোর চেষ্টা চালাচ্ছেন আসিফ মাহমুদ। এরই ধারাবাহিকতায় আজ বিসিবিতে এসেছেন তিনি।
এএইচ