ঢাকা, বৃহস্পতিবার   ৩১ অক্টোবর ২০২৪,   কার্তিক ১৫ ১৪৩১

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ৫ ঘন্টা মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৩:৫৭ পিএম, ২২ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে পিএন্ড জেড কারখানার শ্রমিকরা। 

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। পরে ১০টা থেকে মহাসড়ক অবরোধ করে তারা। 

শিল্প পুলিশের সঙ্গে আলোচনা সাপেক্ষে বেলা ৩টার দিকে অবরোধ তুলে নেয় শ্রমিকরা। 

এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে যানচলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। 

জানা যায়, কারখানার শ্রমিকদের জুলাই মাসের বেতন কয়েকদিন ধরে পরিশোধ করার থাকলেও তা না দেওয়ায় তারা এ আন্দোলন নামেন।

এএইচ