জ্বলন্ত টায়ার কারখানা থেকে ১৪ জনকে জীবিত উদ্ধার
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ০১:৫৭ পিএম, ২৬ আগস্ট ২০২৪ সোমবার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারখানার চারদিকে ছড়িয়ে পড়েছে আগুন। এই কারখানা থেকে ১৪ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে এখনও ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে।
সোমবার দুপুর ১২টা পর্যন্ত কারখানাটিতে আগুন জ্বলতে দেখা গেছে। এর আগে রোববার (২৫ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রূপসীতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
তবে উদ্ধারকৃত ১৪ জনের নাম-পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী এবং গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে গ্রেফতারের পর থেকে কারখানাটিতে লুটপাট শুরু করে দুর্বৃত্তরা। রাতে আগুন লাগার সময়ও লুট করতে গিয়ে অনেকে ভেতরে আটকা পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা তাদের উদ্ধার করে।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) ও লেফটেন্যান্ট কর্নেল মো. রেজাউল করিম বলেন, রাতে গাজী টায়ার কারখানায় আগুন লাগার খবর পেয়ে আমরা কাজ শুরু করি। কারখানার কাঁচামাল রাবার-প্লাস্টিক হওয়ায় আগুন দ্রুত পুরো ফ্যাক্টরিতে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে।
তিনি আরও জানান, এখান থেকে ১৪ জনকে উদ্ধার করতে পেরেছি। তাদেরকে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। তারা কেউ এই কারখানার শ্রমিক বা কর্মচারী নয়। এরা খুব সম্ভবত এখানকার মালামাল সরিয়ে নেওয়ার জন্য এসেছিলেন।
তদন্ত করে আগুন লাগার কারণ বলা সম্ভব হবে বলে জানা তিনি।
এএইচ