ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

আরাফাতের বিরুদ্ধে মামলার আবেদন করলেন হিরো আলম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:১৩ পিএম, ২৮ আগস্ট ২০২৪ বুধবার

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।

বুধবার (২৮ আগস্ট) হিরো আলম নিজে বাদী হয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন।

আবেদনে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে একই আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাতের বিরুদ্ধে।

আদালত তার জবানবন্দি রেকর্ড করে আদেশ অপেক্ষমাণ রেখেছেন।

এর আগে গতকাল মঙ্গলবার সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে আটক করা হয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে। এ সময় হিরো আলম মিষ্টি বিতরণ করেন।

তবে গতকাল রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের অতিরিক্ত উপকমিশনার ওবায়দুর রহমান জানান, তাদের কাছে মোহাম্মদ আলী আরাফাতকে আটকের কোনো তথ্য নেই। ডিবিতে খোঁজ নিয়েছিলেন, সেখানেও আটকের কোনো তথ্য মেলেনি।

কেআই//