টেলিগ্রাম সিইও পাভেল দুরভের বিরুদ্ধে অভিযোগ গঠন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:০৬ এএম, ২৯ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার
টেলিগ্রাম অ্যাপের সিইও পাভেল দুরভের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে ফ্রান্স কর্তৃপক্ষ। তদন্তের খাতিরে পাভেলের দেশ ছাড়ার অপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি।
স্থানীয় সময় বুধবার পর্নোগ্রাফি, মাদক পাচারসহ টেলিগ্রাম দিয়ে সংগঠিত বেশ কিছু অপরাধের জন্য তাকে অভিযুক্ত করা হয়েছে।
জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের কাছ থেকে পাভেল দুরভেকে আদালতের হেফাজতে হস্তান্তর করা হয়েছে।
ফরাসী কর্তৃপক্ষের অভিযোগ, টেলিগ্রামকে ব্যবহার করে বিশ্বব্যাপী যেসব অপরাধের ঘটনা ঘটেছে সেগুলোর সহযোগী পাভেল। এছাড়া তার অ্যাপের মাধ্যমে লাগামছাড়া ক্রিপ্টোকারেন্সির ব্যবহার হয় বলে অভিযোগ রয়েছে।
গত ২৪ আগস্ট প্যারিসের একটি বিমানবন্দর থেকে এই রুশ উদ্যোগতাকে গ্রেফতার করা হয়।
এএইচ