টিসিবির পণ্য লুটে হাজার কোটি টাকার মালিক টিপু মুনশি
লিয়াকত আলী বাদল, রংপুর থেকে
প্রকাশিত : ১০:৪২ এএম, ৩০ আগস্ট ২০২৪ শুক্রবার | আপডেট: ১০:৪৫ এএম, ৩০ আগস্ট ২০২৪ শুক্রবার
টিনের ঘরের টিপু মুনশি হাজার কোটি টাকার মালিক
ক্ষমতার দাপটে শুধু বিরোধী দল নয়, নিজ দলের নেতা-কর্মীদেরও কোণঠাসা করে রেখেছিলেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। দখল, চাঁদাবাজি আর টিসিবির পণ্য লুট করে কামিয়েছেন হাজার কোটি টাকা।
এমন মুনশিয়ানা দেখিয়েই স্থানীয়দের জায়গা দখল করেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও প্রভাবশালী নেতা টিপু মুনশি।
গোপালগঞ্জের বাসিন্দা টিপু মুনশি এক সময় পরিবার নিয়ে চলে যান রংপুরে। সদরের পীরগাছায় টিনের চালা ঘরে শুরু করেন বসবাস। এক পর্যায়ে জড়িয়ে পড়েন আওয়ামী লীগের রাজনীতিতে। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। ম্যাজিকের মতই পাল্টে যায় তার জীবন।
২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে প্রথমবারের মতো হন সংসদ সদস্য। এরপর থেকেই রংপুরে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন টিপু মুনশি।
২০১৪, ১৮ ও ২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে ভোট ডাকাতির মাধ্যমে হন সংসদ সদস্য। দু’দফায় বসেন বাণিজ্য মন্ত্রণালয়ের চেয়ারে। পীরগাছায় ক্যাডার বাহিনী তৈরি করে চাঁদাবাজি আর জমি দখলে মুর্তিমান আতঙ্ক হয়ে ওঠেন টিপু মুনশি। টিসিবিরি পণ্য কেনার নামেও চালাতেন কমিশন বাণিজ্য।
প্রভাব খাটিয়ে নগরীর নবদীগঞ্জ ও মধুপুরে তৈরি করেছেন দুটি বিশাল কোল্ড ষ্টোরেজ। স্থানীয়দের জমি দখল নিয়ে ছেলে অপু মুন্সির নামে গড়েছেন ক্যানসার হাসপাতাল। নগরজুড়ে নামে-বেনামে কিনেছেন বেশ কয়েকটি ফ্লাট। ঢাকায় প্লট-ফ্লাট ছাড়াও বিদেশে আছে বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান।
স্থানীয়রা জানান, টিপু মুনশি রংপুরের বিভিন্ন এলাকায় জমি দখল করেছেন। রংপুর-৪ আসনের জনগণ কখনওই তাকে ভোট দেয়নি, সে নিজেই নিজেই নির্বাচিত হয়েছেন।
বিরোধী মতের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেয়াতেও টিপু মুনশি ছিলেন সিদ্ধহস্ত। এলাকাবাসীরা জানান, দুর্নীতির মাধ্যমে হাজার কোটি টাকার মালিক হয়েছে।
টিপু মুনশি গ্রেফতার হওয়ায় উল্লসিত এলাকার মানুষ। তার অবৈধ সম্পদ জব্দ করাসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের।
এএইচ