ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

একুশে টেলিভিশনের প্রতিনিধি সম্মেলনের দ্বিতীয় দিন চলছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২০ এএম, ৩১ আগস্ট ২০২৪ শনিবার | আপডেট: ০২:০৭ পিএম, ৩১ আগস্ট ২০২৪ শনিবার

একুশে টেলিভিশনের ২ দিনব্যাপি প্রতিনিধি সম্মেলনের দ্বিতীয় দিন আজ শনিবার সকালে শুরু হয়েছে। ইটিভির সম্মানিত চেয়ারম্যানের সমাপনী বক্তব্য দিয়ে আজই এই সম্মেলন শেষ হবে।

শনিবার সকাল ৮টায় শুরু হয়ে প্রতিনিধি সম্মেলন শেষ হবে বিকাল ছয়টায়।

এর আগে শুক্রবার (৩০ আগস্ট) সকালে একুশে টেলিভিশন ভবনে সম্মেলনের উদ্বোধন করেন প্রধান সম্পাদক ও বার্তা প্রধান রাশেদ চৌধুরী। সম্মেলনে অংশগ্রহণ করেছেন দেশের সব জেলা ও উপজেলার প্রতিনিধিরা। 

এই সম্মেলনের মাধ্যমে প্রতিনিধিরা নতুন উদ্যমে একুশের চেতনায় গণমানুষের কথা তুলে আনবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন উদ্বোধনী সেশনের বক্তারা।

সম্মেলনের দ্বিতীয় দিন ট্রানজিশন ফরম টিভি টু ডিজিটাল প্রডাকশন, স্টোরি হানটিং, ডিজিটাল কনটেন্ট, ভিডিও এডিটিং ও প্রডাকশন নিয়ে আলোচনা হয়। এ সময় বক্তব্য রাখেন করেন ডিজিটাল বিভাগের এডভাইজার সালাউদ্দিন সেলিম। এসময় ফেক নিউজ এবং ফ্যাক্ট চেকিং নিয়ে  বিস্তর আলোচনা করেন তিনি। আলোচনা করেন, কমিউনিটি গাইডলাইন ও ভায়োলেশন নিয়ে। 

কী ধরনের কাজ করলে স্টাইক আসতে পারে এসব নিয়েও কথা বলেন তিনি। 

এই সম্মেলনের মধ্যদিয়ে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ ও আধুনিক প্রযুক্তি ব্যবহারে প্রতিনিধিরা আরো দক্ষ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। 

 এএইচ