ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪,   কার্তিক ৩০ ১৪৩১

নোয়াখালীতে হাসপাতালের সেপটিক ট্যাংক বিস্ফোরণ, দগ্ধ ৩

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১২:০৯ পিএম, ১ সেপ্টেম্বর ২০২৪ রবিবার

নোয়াখালীর মাইজদীতে বেসরকারি আদর হসপিটালের সেপটিক ট্যাংক বিস্ফোরণের ঘটনায় ৩ জন দগ্ধ হয়েছেন। আহতদের গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে ২৫০ বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল সংলগ্ন আদর হসপিটালের ফার্মেসিতে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, আদর ফার্মেসির কর্মচারি মো.দুলাল, দিনমজুর আশিক ও রাফেল সহ অন্তত সাতজন।

স্থানীয়রা জানান, জেলা শহর মাইজদীর হাসপাতাল রোডে ২৫০ বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল সংলগ্ন আদর হসপিটালের ফার্মেসির নিচে বেজমেন্টে অবস্থিত সেপটিক ট্যাংক পরিস্কার করার সময় হঠাৎ প্রচন্ড বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওই ওষুধ দোকানটি পুরো লন্ডভন্ড হয়ে যায়। এসময় ফার্মেসিতে কর্মরত অবস্থায় ৩ কর্মচারী দগ্ধ হন। পরে আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। 

দগ্ধদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তিনজনকে ঢাকায় রেফার করা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। 

এসবি/