ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

রাজশাহীর পদ্মায় নৌকাডুবে ৪ শ্রমিক নিখোঁজ

রাজশাহী বিভাগীয় প্রতিনিধি

প্রকাশিত : ১২:১৯ পিএম, ২ সেপ্টেম্বর ২০২৪ সোমবার

রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে চারজন শ্রমিক নিখোঁজ হয়েছেন। 

রোববার সন্ধ্যা ৭টার দিকে রাজশাহী পবা উপজেলার চর মাজারদিয়াড় সংলগ্ন ভারতীয় সীমান্তের কাছে পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। 

পবা উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য হুমায়ুন কবির বলেন, ১৬ জন শ্রমিক পদ্মার চরে কাজে গিয়েছিলেন। কাজ শেষে সন্ধ্যায় তারা একটি ডিঙি নৌকায় বাড়ি ফিরছিলেন। তীব্র স্রোতের কারণে নৌকাডুবির ঘটনা ঘটে। এ সময় নৌকাতে থাকা ১৬ জনের মধ্যে ১২ জন সাঁতরে পাড়ে ওঠেন। আর রাজু, সবুজ, মোহাম্মদ আলী ও ফারুক নামের চার শ্রমিক নিখোঁজ রয়েছেন। 

সঙ্গে থাকা অন্য শ্রমিকেরা অনেক চেষ্টা করেও তাদের উদ্ধার করতে পারেনি।

পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত বলেন, কেউ বলছেন তিনজন আবার কেউ বলছেন চারজন নিখোঁজ হয়েছেন। নিখোঁজের তথ্য সংগ্রহ করা হচ্ছে। বিষয়টি রাজশাহী ফায়ার সার্ভিসকে জানানো হয়েছিল। তারা উদ্ধার অভিযানে গিয়ে ফেরত এসেছে।

রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবরি দলের কমান্ডার আব্দুর রাজ্জাক বলেন, সকালে ডুবরি টিম ঘটনাস্থলে গিয়েছিল। কিন্তু সেখানে অভিযান চালানোর কোন পরিবেশ নেই। বিশেষ করে ঘটনাস্থল থেকে ভারতীয় সীমান্ত দুরত্ব দুইশ’ গজ। এছাড়াও সেখানে পানির প্রচণ্ড স্রোত রয়েছে। 

ফলে সেখানে অভিযান পরিচালনা করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

এএইচ