পুনরুজ্জীবিত হলো মুনিয়া হত্যা মামলা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:৩৩ এএম, ৩ সেপ্টেম্বর ২০২৪ মঙ্গলবার
বসুন্ধরার এমডি সায়েম সোবহান আনভীরকে অব্যাহতি দেয়া মুনিয়া হত্যা মামলা পুনরুজ্জীবিত হলো। সোমবার মামলাটি পুনরায় শুরু করতে চেয়ে বোনের আবেদন গ্রহণ করেন হাইকোর্ট।
বিচারপতি ফারাহ মাহবুবের দ্বৈত বেঞ্চ এই আবেদন গ্রহণ করেন।
২০২১ সালের ২৬ এপ্রিল সন্ধ্যায় গুলশান-২র ১২০ নম্বর সড়কের একটি ফ্ল্যাট থেকে মুনিয়ার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় রাতেই বড় বোন নুসরাত জাহান বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে গুলশান থানায় মামলা করেন।
এরপর ওই মামলায় পুলিশের দেয়া প্রতিবেদন গ্রহণ করেন আদালত। ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী পুলিশের প্রতিবেদনের বিরুদ্ধে মুনিয়ার পরিবারের করা অনাস্থার আবেদন খারিজ করে দেন। পরে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এ মামলা করেন মুনিয়ার বোন নুসরাত জাহান তানিয়া।
মামলাটি তদন্তের দায়িত্ব পায় পিবিআই’র ঢাকা মেট্রো দক্ষিণের অর্গানাইজড ক্রাইম বিভাগ। তবে তদন্ত প্রতিবেদনে সায়েম সোবহান আনভীরকে অব্যাহতি দেয় পিবিআই। তবে মুনিয়ার বোন এর বিরুদ্ধে নারাজি আবেদন করলে তা খারিজ করেন আদালত।
সোমবার মুনিয়া হত্যা মামলা পুনরায় শুরু করতে চেয়ে বোনের আবেদন গ্রহণ করেন হাইকোর্ট। সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটির পর মামলাটি শুনানীর জন্য আসবে।
মোসারাত জাহান মুনিয়া রাজধানীর একটি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
এএইচ