মুক্তি পেলেন সুইডেন আসলাম
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত : ১২:৫৭ পিএম, ৪ সেপ্টেম্বর ২০২৪ বুধবার | আপডেট: ১২:৫৭ পিএম, ৪ সেপ্টেম্বর ২০২৪ বুধবার
গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম। ২০ বছর পর মুক্ত হলেন তিনি।
মঙ্গলবার রাত ৯টায় তিনি ওই কারাগার থেকে জামিনে মুক্তি পান। বিষয়টি নিশ্চিত করেছেন হাই সিকিউরিটি কারাগারের জেলার লুৎফর রহমান।
শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম ওরফে শেখ আসলাম ঢাকার নবাবগঞ্জের ছাতিয়ার এলাকার মৃত শেখ জিন্নাত আলীর ছেলে।
কারা সূত্র জানায়, সুইডেন আসলামের জামিনের কাগজপত্র মঙ্গলবার কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে পৌঁছায়। জামিনের কাগজ যাচাই-বাছাই করে রাত ৯টায় সুইডেন আসলামকে মুক্তি দেওয়া হয়।
২০১৪ সাল থেকে তিনি কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। আসামি সুইডেন আসলাম ২০০৫ সালের ৩১ জানুয়ারি গ্রেপ্তারের পর বিভিন্ন কারাগারে ছিলেন।
এএইচ