রাজবাড়ীতে চালের দাম বাড়ল
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত : ০১:৩৫ পিএম, ৪ সেপ্টেম্বর ২০২৪ বুধবার
রাজবাড়ীতে চলতি সপ্তাহে প্রকারভেদে কেজি প্রতি চালের বাজার দাম বেড়েছে কেজিতে ২ থেকে ৩ টাকা। এ নিয়ে গত দুই সপ্তাহে কেজিতে চালের বাজার দর দুইবারে ৭ থেকে ৮ টাকা বাড়লো।
মঙ্গলবার থেকে চালের বাজার দর আরেক দফা বেড়েছে। চালের প্রকারভেদে কেজি প্রতি ২ থেকে ৩ টাকা বেড়েছে। গত সপ্তাহেও কেজিতে বেড়েছিলো ৫ টাকা।
গত দুই সপ্তাহে মোটা ও সরু চালের কেজিতে বাজার দর বাড়লো ৭ থেকে ৮ টাকা।গত দুই সপ্তাহে ২৫ কেজির বস্তা প্রতি বেড়েছে দের থেকে ২ শো টাকা।
বুধবার সকালে রাজবাড়ীর বড় বাজারে গিয়ে দেখা গেছে বাজারে প্রতিটি চালের দোকানে যথেষ্ট পরিমাণ চালের মজুদ রয়েছে।
প্রতি কেজি চালের ধরন ভেদে মোটা চালে ৪ থেকে ৫ টাকা ও সরু চালে ৭ থেকে ৮ টাকা বেড়েছে। মিনিকেট, বাসমতি, নাজির জললতা, আঠাশ সহ সরু চালের বাজার দর বেড়েছে সবচেয়ে বেশি।
দাম বাড়ায় নিম্ন ও মধ্যবৃত্ত আয়ের মানুষ পরেছেন বিপাকে। চালের দাম বাড়ার কারণে চালের বিক্রি কম ও ক্রেতাদের সংখ্যা কম দেখা যায় বাজারে।
নিত্য পণ্য চাল সহ সব ধরনের জিনিস পত্রের দাম বাড়ায় ক্ষোভ প্রকাশ করেন ক্রেতা সাধারণ। তারা জানান, বার বার চালের বাজার দর বাড়ার কারণে তাদের সংসার চালাতেই হিমশিম খেতে হচ্ছে।
ব্যবসায়ীরা বলেন, গত কয়েকদিন ধরে পাইকারী বাজারে চালের দাম বেড়েছে। তাছাড়া মিলারদের কারসাজির কারণেও বাজার দর বাড়েছে বলে জানান তারা।
এসবি/