গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ
একুশে টেলিভিশ
প্রকাশিত : ০১:৫২ পিএম, ৪ সেপ্টেম্বর ২০২৪ বুধবার | আপডেট: ০১:৫৪ পিএম, ৪ সেপ্টেম্বর ২০২৪ বুধবার
গাজীপুরে আজও কয়েকটি কারখানায় বিভিন্ন দাবি নিয়ে শ্রমিকদের বিক্ষোভ হয়েছে।
গাজীপুরের শ্রীপুরে ৯ দফা দাবিতে আরএকে সিরামিক বাংলাদেশ লিমিটেড কারখানার শ্রমিকরা কর্মবিরতি শুরু করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে।
সকাল ৭টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের নয়নপুর বাজার এলাকায় আরএকে সিরামিক কারখানার সামনে শ্রমিকরা বিভিন্ন দাবি জানিয়ে কারখানার মূল ফটকের সামনে মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করছে। এসময় সড়কের দুই পাশে যানচলাচল বন্ধ হয়ে যায়।
এ সময় আন্দোলনকারী শ্রমিকেরা অনতিবিলম্বে বাড়তি বেতন এই মাসের মধ্যে নিশ্চিত করা সহ ৯টি দাবি মেনে নেয়ার দাবি জানায়।
পরে পৌনে ১১টার দিকে সেনাবাহিনী ও পুলিশ কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলে বিষয় সমাধানের আশ্বাস দিলে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে যায়।
এসবি/