পূর্বাচলে হাসিনা পরিবারের প্লট বরাদ্দ
লুকিয়ে ফেলা হয়েছিল ‘ভি-৩ ফাইল’টি
একুশে টেলিভিশ
প্রকাশিত : ১১:৫৮ এএম, ৬ সেপ্টেম্বর ২০২৪ শুক্রবার
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারকে পূর্বাচলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সংরক্ষিত প্লট থেকে ৬০ কাঠা জমি বরাদ্দ দেওয়া হয়েছিল, যা সম্পূর্ণ গোপনীয়তার সঙ্গে করা হয়েছিলো। ২০২২ সালে শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের নামে এসব প্লট বরাদ্দ করা হয়, তবে সেই সময় রাজউকের মাত্র কয়েকজন শীর্ষ কর্মকর্তা ছাড়া আর কেউ বিষয়টি জানতেন না।
রাজউকের নথি থেকে জানা গেছে, শেখ হাসিনার নামে জমি বরাদ্দের ফাইলটিকে 'ভি-৩' কোড দিয়ে চিহ্নিত করা হয়েছিল এবং ফাইলটি রাজউকের রেকর্ড শাখা থেকে সরিয়ে ফেলা হয়েছিল। এটি এতটাই গোপনীয় ছিল যে, ফাইলগুলো সরকার পরিবর্তনের পর লুকিয়ে ফেলা হয়। ফাইলগুলোতে শেখ হাসিনার স্বাক্ষরসহ জমি বরাদ্দের অন্যান্য কাগজপত্রও অন্তর্ভুক্ত ছিল।
রাজউক সূত্র জানায়, সরকার রাজনৈতিক বিবেচনায় ১৩/এ ধারার ক্ষমতা ব্যবহার করে এই জমিগুলো বরাদ্দ দেয়। ২০২২ সালের ৩ আগস্ট শেখ হাসিনার নামে জমির বরাদ্দ পত্র ইস্যু করা হয় এবং তা তার বাসভবন সুধা সদনে পাঠানো হয়। তার পরিবারের অন্যান্য সদস্যদের জন্যও জমি বরাদ্দ দেওয়া হয়, যার মধ্যে সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ হোসেন, শেখ রেহানা ও তাদের সন্তানরাও অন্তর্ভুক্ত।
এই ঘটনা সরকার পরিবর্তনের পর ফাঁস হয় এবং রাজউকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করে। ফাইলগুলো লুকিয়ে ফেলার প্রচেষ্টা নিয়ে আলোচনা শুরু হয় এবং পরে তা পুনরায় রেকর্ড শাখায় জমা করা হয়। বর্তমানে এই ফাইলগুলো বিশেষ নজরদারিতে রাখা হয়েছে।
রাজউকের রেকর্ড অনুযায়ী, শেখ হাসিনার জন্য বরাদ্দকৃত প্লটের মূল্য ছিল কাঠা প্রতি ৩ লাখ টাকা, এবং ১০ কাঠার প্লটের মোট মূল্য ৩০ লাখ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া, আওয়ামী লীগের অনেক সংসদ সদস্য, আমলা এবং অন্যান্য রাজনৈতিক নেতাদেরও রাজউকের সংরক্ষিত প্লট থেকে জমি বরাদ্দ দেওয়া হয়েছিল, যা বিভিন্ন সময়ে বিতর্কের সৃষ্টি করেছে।
এসবি/