ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

আওয়ামী লীগের সম্পদশালী নেতারা মাসুদের পরিবারকে সহায়তা না করায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৯ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২৪ সোমবার

আওয়ামী লীগের সম্পদশালী নেতারা কেন রাজশাহীতে গণপিটুনীতে নিহত মাসুদের পরিবারের দায়িত্ব নিচ্ছেন না তা নিয়ে ক্ষোভ প্রকশ করেছেন নেটিজেনরা। সোমবার আওয়ামী লীগের  ভেরিফায়েড ফেসবুক পেইজে মাসুদের পরিবারকে সহায়তার আহ্বান জানিয়ে বিকাশ/নগদ নাম্বার দেওয়ায় মন্তব্য সেকশনে এমন ক্ষোভ দেখান তারা। 

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের সাবেক নেতা আবদুল্লাহ আল মাসুদকে গত শনিবার মারধর করে হত্যা করা হয়। মৃত্যুর মাত্র পাঁচ দিন আগে ফুটফুটে কন্যাসন্তানের বাবা হয়েছিলেন মাসুদ। তার পরিবারের জন্য অর্থসহায়তা চেয়ে ফেসবুকে পোস্ট দিয়েছে আওয়ামী লীগ।

আওয়ামী লীগের অফিশিয়াল ফেসবুক পেজে সোমবার সন্ধ্যায় একটি পোস্টে দলের সমর্থক ও নেতা-কর্মীদের মাসুদের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। এতে একটি ব্যাংক হিসাব নম্বর এবং বিকাশ/নগদ নম্বর দেওয়া হয়েছে। নম্বরগুলো মাসুদের স্ত্রী বিউটি আরা বেগমের বলে উল্লেখ করা হয়েছে।

পোস্টটিতে প্রায় ৩ হাজার ৩০০টি মন্তব্য করা হয়েছে। এসব মন্তব্যে প্রশ্ন তোলা হয়েছে, আওয়ামী লীগ দলীয়ভাবে কেন মাসুদের পরিবারকে সহায়তা করছে না? দলটির সম্পদশালী কোনো নেতা কেন মাসুদের পরিবারের দায়িত্ব নিচ্ছেন না? তাঁরা তো গত ১৫ বছরে অনেক অর্থসম্পদের মালিক হয়েছেন।

জসিম উদ্দিন নামের একজন লিখেছেন, যারা এই দুর্দিনে মাঠে নেই, কর্মীদের পাশে নেই, একজন মাসুদের দায়িত্ব নিতে পারেন না, তারা যেন আগামী ২০ বছরেও মাঠে আসতে না পারেন। যারা মানবিকভাবে কাজ করবেন, তারাই ভবিষ্যতে আওয়ামী লীগের রাজনীতি করবেন।